শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সাধুমেলায় সুরের মূর্ছনা

সাংস্কৃতিক প্রতিবেদক

সাধুমেলায় সুরের মূর্ছনা

হেমন্তের মধ্য বয়স। নগর জীবনের বাসিন্দাদেরও জেঁকে বসেছে হালকা শীত। আর টকটকে লাল সূর্যটাও হেলে পড়েছে পশ্চিমাকাশে। এমন গোধূলীলগ্নে শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণ থেকে ভেসে আসছে বাউলের হৃদয়হরণ করা সুর। যার কারণে সাঁইজির ভাববাণীর অনন্য পরিবেশনায় হালকা শীতেও ছড়িয়ে পড়ে উষ্ণতা। সন্ধ্যার আগের এ চিত্র ভিন্নরূপ ধারণ করে সন্ধ্যার পরে। সময় যত বাড়তে থাকে বাউলভক্তরাও ভিড় জমাতে থাকেন শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণের বাউলকুঞ্জে। নিজেদের শ্বেতশুভ্র রঙে সাজালেও সুরের ঝর্ণাধারায় আর সাঁইজির ভাববাণীতে রঙিন করে তোলেন শ্রোতাদের হৃদয়। এমন দৃশ্যকল্পই চিত্রিত ছিল শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগ আয়োজিত ‘পূর্ণিমা তিথির ৩২তম সাধুমেলা’র আসরে। গতকাল বৃহস্পতিবার পড়ন্ত বিকালে শুরু হয়ে সুরের এ খেলা চলে একটানা রাত ৯টা পর্যন্ত। এর আগে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি সচিব আবুল মনসুর।  শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। বক্তৃতা করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. জাহিদুল কবীর। অনুষ্ঠানে দেশবরেণ্য বাউল শিল্পীরা বাউল সংগীত পরিবেশন করেন।

শিল্পকলায় দুই নাটক : শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় গতকাল সন্ধ্যায় মঞ্চায়ন হলো দুটি নাট্যদলের দুটি নাটক। এর মধ্যে জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় বাতিঘর নাট্যদলের ‘ঊর্ণাজাল’ আর মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় ঢাকা থিয়েটারের নাটক ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর