শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বাংলাদেশে তরুণদের মধ্যে জলবায়ু সচেতনতার হার বেশি

‘দ্য চেইঞ্জিং চাইল্ডহুড’ জরিপ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে বয়স্কদের তুলনায় তরুণ জনগোষ্ঠীর মাঝে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতার হার বেশি। জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতন তরুণের সংখ্যায় ২১ দেশের মধ্য বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে। জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ এবং ওয়াশিংটন ভিত্তিক জরিপ সংস্থা গ্যালপ ইন্টারন্যাশনাল পরিচালিত ‘দ্য চেইঞ্জিং চাইল্ডহুড’ জরিপে এ চিত্র পাওয়া যায়। ফলাফলে দেখা যায়, নাইজেরিয়ার ৯৪ শতাংশ, বাংলাদেশের ৯১ শতাংশ এবং জিম্বাবুয়ে ৯১ শতাংশ তরুণ জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতন। বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে জিম্বাবুয়ে। আর প্রথম অবস্থান নাইজেরিয়ার। গতকাল ইউনিসেফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপের এ তথ্য তুলে ধরা হয়। চলতি বছর ফেব্রুয়ারি থেকে জুনের মাঝামাঝি সময় পর্যন্ত পরিচালিত এ জরিপে বাংলাদেশসহ বিশ্বের সব অঞ্চল এবং আয় সীমার ২১টি দেশের ২১ হাজারের বেশি মানুষের মতামত নেওয়া হয়। বয়সের ভিত্তিতে একটি গ্রুপে ১৫ থেকে ২৪ বছর বয়সীদের এবং অপর একটি গ্রুপে ৪০ বছর বা তার বেশি বয়সীদের কাছ  থেকে মতামত নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর