শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
ওয়াটার এইডের প্রতিবেদন

মহামারী পরিচ্ছন্নতা কর্মীদের জীবনঝুঁকি বাড়িয়ে দিয়েছে

নিজস্ব প্রতিবেদক

‘কভিড-১৯ মহামারী দেশের পরিচ্ছন্নতা কর্মীদের জীবনঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে এ সময় দেশব্যাপী চলমান লকডাউনে অনেক পরিচ্ছন্নতাকর্মী নিরাপদ পানি, যথাযথ স্যানিটেশন এবং উন্নত স্বাস্থ্য সুবিধা ছাড়াই হাসপাতাল, কোয়ারেন্টাইন সেন্টার এবং সামাজিক পর্যায়ে ফ্রন্টলাইনে কাজ করেন।’

গতকাল বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে ‘স্যানিটেশন ওয়ার্কারস : দ্য ফরগটেন ফ্রন্টলাইন ওয়ার্কারস ডিউরিং দ্য কভিড-১৯ প্যান্ডামিকস’ শিরোনামে ওয়াটার এইডের প্রকাশিত এক প্রতিবেদনে এমনটি জানানো হয়। এতে কর্মক্ষেত্রে পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে সতর্কবার্তায় বলা হয়, গর্তবিশিষ্ট টয়লেটের ধারালো অংশবিশেষ ও দুর্বল অবকাঠামোর ফলে পরিচ্ছন্নতাকর্মীরা আঘাতপ্রাপ্ত হতে পারেন এবং এর থেকে নির্গত বিষাক্ত গ্যাসের ফলে তারা জ্ঞান হারাতে পারেন, এমনকি এতে মৃত্যুঝুঁকিও আছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর