শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

দুদকের এক উপসহকারী পরিচালককে হাই কোর্টে তলব

নিজস্ব প্রতিবেদক

কৃষি ব্যাংকের ১৪৮ কোটি টাকা আত্মসাতের মামলার তদন্ত দীর্ঘদিনেও সম্পন্ন না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা মো. কামিয়াব-ই-আফতাহী উন নবীকে তলব করেছে হাই কোর্ট। আগামী ২৮ নভেম্বর সশরীরে হাই কোর্টে এসে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাকে। গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী হাবিবুর রহমান। দুদকের পক্ষে ছিলেন ব্যারিস্টার সাজ্জাদ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি। আসামি কৃষি ব্যাংক বনানী শাখার সাবেক মহাব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপক এ বি এম আতাউর রহমানের জামিন শুনানির সময় কোর্ট এ আদেশ দেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর