শনিবার, ২০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার মিশন স্থাপনের আহ্বান

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশে একটি কূটনৈতিক মিশন খোলার জন্য দক্ষিণ আফ্রিকাকে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী প্যান্ডোরের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। ড. মোমেন কৃষি ও সুনীল অর্থনীতিসহ পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে উভয় পক্ষের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন। তিনি দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর ও ব্যবসায়িক প্রতিনিধি দলের আদান-প্রদানের গুরুত্ব তুলে ধরেন। এতে একমত পোষণ করেন দক্ষিণ আফ্রিকার মন্ত্রী। দক্ষিণ আফ্রিকা মন্ত্রী  অর্থনৈতিক উন্নয়ন এবং অনেক ক্ষেত্রে এর তুলনামূলক সুবিধা সম্পর্কে অবহিত করেন।

 অর্থনৈতিক এবং অন্যান্য চিহ্নিত ক্ষেত্রে দুই দেশের মন্তব্য সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্বের ওপর জোর দেন। বৈঠকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার কূটনৈতিক সম্পর্কের রজতজয়ন্তী যথাযথভাবে উদযাপনের বিষয়েও আলোচনা হয়। সিদ্ধান্ত নেওয়া হয়, প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশন দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বহিঃপ্রকাশ ঘটাতে সেমিনার ও বাণিজ্য অনুষ্ঠানের আয়োজন করবে। ড. মোমেন রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে দক্ষিণ আফ্রিকার অব্যাহত সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি আইএমও এবং অন্যান্য ফোরামে বাংলাদেশের প্রার্থিতায় দক্ষিণ আফ্রিকা সরকারের সমর্থন চান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর