শনিবার, ২০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

মেয়র আইভীর বিরুদ্ধে নারায়ণগঞ্জে মানববন্ধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আগামী সাত দিনের মধ্যে দেবোত্তর সম্পত্তি না ছাড়লে নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল নগরীর বঙ্গবন্ধু সড়কের প্রেস ক্লাব ভবনের সামনে এক মানববন্ধন অনুষ্ঠানে তাকে সাত দিনের মধ্যে দেবোত্তর সম্পত্তির দখল ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই কর্মসূচির আয়োজক বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখা ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ শাখা। পূজা উৎযাপন কমিটির সভাপতি দীপক কুমার সাহা বলেন, লক্ষ্মীনারায়ণ আখড়ার নামে নারায়ণগঞ্জের নামকরণ। সেই আখড়ারই জিউস পুকুরটি ৬টি দলিলের মাধ্যমে মেয়র ও তার পরিবারের সদস্যরা দখল করে রেখেছেন। এর বিরুদ্ধে চলছে নিয়মতান্ত্রিক আন্দোলন কিন্তু মেয়র দাবি মানছেন না। তাই তাকে সাত দিনের আলটিমেটাম দিলাম। এই সময়ের মধ্যে তিনি দাবি না মানলে সারা দেশে এক দিনে একযোগে আন্দোলন করব। ব্যাপক আন্দোলন কর্মসূচির ঘোষণা দেব। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি দীপক কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ দাস, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন পাল, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, নারায়ণগঞ্জ মহানগরের পূজা উদযাপন কমিটির সভাপতি অরুণ কুমার, পরিবেশ প্রকৃতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক সুজিত সরকার প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর