শিরোনাম
শনিবার, ২০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকীতে চট্টগ্রামে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কোনো চুক্তির মাধ্যমে বাংলাদেশ-ভারতের মধ্যে বন্ধুত্ব হয়নি। দুর্দিনে বন্ধুত্বের প্রমাণ দিয়ে বাংলাদেশ-ভারতের চিরবন্ধুত্ব হয়েছে। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী, ভারতের সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি। চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন মো. রেজা প্রমুখ।

বক্তারা বলেন, ‘ইন্দিরা গান্ধী দিল্লিতে বাংলাদেশের পক্ষে ইন্টারন্যাশনাল কনফারেন্স আয়োজন করেছিলেন। এতে ৮০ দেশের ৭০০ জনপ্রতিনিধি অংশ নেন। তিনি বঙ্গবন্ধুর মুক্তির জন্য বিভিন্ন দেশে চিঠি দেন। এভাবে সব সংকট মোকাবিলা করে ইন্দিরা গান্ধী স্বীকৃতি দেন বাংলাদেশকে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর