শনিবার, ২০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মেলাতে গণিতে আগ্রহী হতে হবে : খুবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের আয়োজনে ১২তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২১ উদ্বোধন করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অলিম্পিয়াডের উদ্বোধন করেন খুবি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

খুবি উপাচার্য বলেন, গণিতকে কেন্দ্র করেই বিজ্ঞানের এত বিস্তৃতি। বিশ্ব চতুর্থ শিল্প বিপ্লবের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। তার সঙ্গে তাল মেলাতে গণিতের প্রতি আগ্রহী হতে হবে। তিনি বলেন, গণিত অলিম্পিয়াড কোনো কম্পিটিশন নয়, এটি একটি উৎসব। করোনা মহামারী কাটিয়ে এ বছর এই অলিম্পিয়াড হচ্ছে, আগামীতে অংশগ্রহণকারী আরও বাড়বে। গণিত ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মুন্নুজাহান আরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভীন, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর