রবিবার, ২১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

পাঁচ দফা বাস্তবায়ন না হলে কর্মসূচির হুঁশিয়ারি গণকর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক

নবম পে-কমিশন গঠনসহ পাঁচ দফা বাস্তবায়নে সরকার পদক্ষেপ না নিলে ১২ লাখ গণকর্মচারীর পক্ষে ঢাকাসহ সারা দেশে কঠোর কর্মসূচি নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় কচি-কাঁচার মেলা মিলনায়তনে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের প্রতিনিধি সম্মেলনে বক্তারা এ হুঁশিয়ারি দেন। এ সময় শিগগিরই জেলা পর্যায়ে মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচি, লিফলেট বিতরণসহ আন্দোলনের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে বলে উল্লেখ করা হয়েছে। সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরুল আহসান, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ, কেন্দ্রীয় নেতা বদরুল আলম সবুজ, কুতুব উদ্দীন সেলিম, রোকনুজ্জামান প্রমুখ। বক্তারা বলেন, সচিবালয়ের মতো সমকাজে সমমর্যাদা ও পদবি পরিবর্তনসহ অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করতে হবে। টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, আগের মতো শতভাগ পেনশন প্রদানসহ পেনশন গ্র্যাচুইটির হার ১ টাকায় ৫০০ টাকা নির্ধারণ, বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের ২০ শতাংশ প্রদান এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ন্যায্যমূল্যে মানসম্মত রেশন, পাহাড়ি, পর্যটন ও দুর্যোগ ভাতা প্রদান করতে হবে। সমাবেশের আগে রাজধানীতে একটি র‌্যালি বের করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর