রবিবার, ২১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

রাজশাহীতে ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণা, গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগরীতে ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এ সময় গ্রেফতারদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি ল্যাপটপ, একটি ডেস্কটপ, ৯টি মোবাইল ফোন সেট, ১৬টি ভুয়া নিয়োগপত্রসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন- নগরীর বোয়ালিয়া থানা এলাকার মোহসিইউ জামান অমি (৩০), রাজপাড়ার রিদুয়ান ইসলাম রূপ (২১), রাজশাহীর বাগমারা থানার পশ্চিম পালোপাড়ার আনোয়ার হোসেন (২৫), বগুড়ার গাবতলী থানার সাহবাসপুর গ্রামের রাব্বি হাসান (২৮) ও জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার দাশরা খানপাড়ার আরাফাত হোসেন শুভ (২২)।

            নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিছু ব্যক্তি নর্দার্ন ইলেকট্রিসিটি অ্যান্ড সাপ্লাই লিমিটেড (নেসকো) এর বিভিন্ন পদে চাকরির জন্য মানুষের কাছে টাকার বিনিময়ে ভুয়া নিয়োগপত্র প্রদান করছে। ঢাকা মহানগরীর মুগদা থানার উত্তর মুগদাপাড়ার রইচ উদ্দিন মুন্সির ছেলে মোক্তার হোসেন মোতালেব (৫৩) এমন অভিযোগে বোয়ালিয়া মডেল থানায় মামলা করেন। ওই মামলার সূত্র ধরে পুলিশ অভিযানে নামে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর