রবিবার, ২১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ঢাবির শতবষের্র কর্মসূচি শুরু বিজয়ের মাসে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

শতবর্ষ পূর্ণ করেছে উপমহাদেশের অন্যতম প্রাচীন ও দেশের উচ্চশিক্ষার শীর্ষ প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৯২১ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি এ বছরের ১ জুলাই ১০১তম বছরে পা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল প্রফেসর আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে কর্মসূচির বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আড়ম্বরপূর্ণ আয়োজনে শতবর্ষ পূর্তি উদযাপনের কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি। সেই আক্ষেপ পুষিয়ে নিতে আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে শতবর্ষের মূল আয়োজন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ এক অনুষ্ঠানে শতবর্ষের নানা আয়োজনের উদ্বোধন করবেন। অনুষ্ঠান চলবে পরবর্তী তিন দিন। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে কর্মসূচির সমাপ্তি হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ইতিমধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি প্রতিষ্ঠা, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ প্রতিষ্ঠা, বঙ্গবন্ধু শেখ মুজিব স্বর্ণপদক প্রবর্তন, বঙ্গবন্ধু পিএইচডি. ছাত্র বৃত্তি চালু, বঙ্গবন্ধু ওভারসীস স্কলারশিপ পুনঃপ্রবর্তন প্রভৃতি বাস্তবায়িত হয়ে গেছে। এ ছাড়াও শিক্ষার্থীদের স্বাস্থ্যবীমার আওতায় আনা, ইনোভেশন, ক্রিয়েটিভিটি অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ সেন্টার প্রতিষ্ঠা, ভাইরোলজি বিষয়ে গবেষণার জন্য ল্যাব প্রতিষ্ঠা, কভিড-১৯ টিকাসহ অন্যান্য ভ্যাকসিন তৈরির উদ্যোগ কর্মসূচিও সম্পন্ন হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর