রবিবার, ২১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সব মহলের সহযোগিতা পেলেই ডাকসু নির্বাচন

-------- উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

সব মহলের সহযোগিতা, গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার সংস্কৃতি আরও শক্তিশালী হলে ডাকসু নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

গতকাল সকালে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে শতবর্ষ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন উপাচার্য।

উপাচার্য বলেন, ডাকসু নেতৃত্ব তৈরি ও দক্ষ মানবসম্পদ তৈরির জন্য ভূমিকা রাখে। তিন দশক পর যখন ডাকসু নির্বাচন হলো তখন কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে প্রায় ৩৫০ জন তরুণ বুদ্ধিদীপ্ত নেতৃত্ব বেরিয়ে এসেছিল। তাদের বিভিন্ন কাজে তা প্রকাশও পেয়েছিল।

তিনি বলনে, ডাকসু নির্বাচন একটি বড় কর্মযজ্ঞ। এটি সম্পাদনে সব মহলের আন্তরিক সহযোগিতা, কমিটমেন্ট থাকা উচিত। আরেকটি হলো গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার সংস্কৃতি আরও শক্তিশালী করা প্রয়োজন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর