সোমবার, ২২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

শিল্পকলায় ‘দামাল ছেলে নজরুল’

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় ‘দামাল ছেলে নজরুল’

বাঙালির অহংকার জাতীয় কবি নজরুলের নানা ঘটনা নিয়ে নাটকের দল জেনেসিস থিয়েটার মঞ্চায়ন করেছে নাটক ‘দামাল ছেলে নজরুল’। কবির জীবনী নিয়ে এটিই দেশের একমাত্র মঞ্চ নাটক। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। এটি ছিল দলের নিয়মিত প্রযোজনার ২৫তম মঞ্চায়ন। মাহমুদ উল্লাহর রচনায় নাটকটির নির্দেশনায় ছিলেন নূর হোসেন রানা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন ইমন খান, নূর হোসেন রানা, নিথর মাহবুব, ফারাহ ফেন্সী, আলেয়া বেগম আলো, ফারজানা রনি, সানজিদা রোজ, মিরাজ ক্ষ্যাপা, ইকবাল, মোক্তার, জারা অন্তরা, মিলন, জীবন, প্রদীপ কুমার ঘোষ, সৈয়দ আজাদ, শেখ জয়নুল, আজহার আজু, আমির, মাসুদ, আবদুর রহমান, শিশুশিল্পী প্রিয়সি নাথ প্রমুখ।

জাদুঘরে শিশুদের আসর : কবি সুফিয়া কামাল মিলনায়তনে শিশুদের সাংস্কৃতিক আসরের আয়োজন করেছিল জাতীয় জাদুঘর। সন্ধ্যায় অনুষ্ঠিত এবারের আসরে অংশ নেয় মুকুলফৌজ সংগঠন  মিরপুর কেন্দ্রের শিশু-কিশোররা। অনুষ্ঠানের শুরুতেই সংক্ষিপ্ত আলোচনায় বক্তৃতা করেন জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান। নৃত্য আর সংগীতের মিশেলে পরিবেশিত হয় অনুষ্ঠান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর