সোমবার, ২২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

উপকূলে বিবর্ণ শৈশব, ব্যাহত হচ্ছে শিক্ষা বিনোদন

১০ দফা দাবিতে শিশুদের ব্যতিক্রমী জলবায়ু সম্মেলন খুলনায়

নিজস্ব প্রতিবেদক, খুলনা

জলবায়ু পরিবর্তনে দেশের উপকূলীয় এলাকার প্রায় ৪০ লাখ শিশু নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গ্রাম এলাকায় দুর্যোগের ফলে তাদের শিক্ষা-বিনোদন ব্যাহত হচ্ছে। লবণাক্ততায় বিশুদ্ধ পানির অভাব, জীবিকার অনিশ্চয়তায় গ্রাম ছেড়ে অনেক শিশু পরিবারের সঙ্গে শহরে এসে বস্তিতে বসবাস করছে। অনেক শিশুর বাল্যবিয়ে হচ্ছে, শিশুশ্রমে যেতে বাধ্য হচ্ছে, যারা বস্তিতে বেড়ে উঠছে প্রয়োজনীয় পুষ্টিকর খাবার পাচ্ছে না। এই পরিস্থিতি উত্তরণে উপকূলীয় এলাকায় শিশুদের রক্ষায় ১০ দফা দাবি জানানো হয়েছে।

গতকাল খুলনায় উপকূলীয় শিশুদের অংশগ্রহণে জলবায়ু সম্মেলনে এ দাবি জানানো হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘ-জেজেএস এ ব্যতিক্রমী সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। অনুষ্ঠানে শিশু প্রতিনিধি বৈশাখী সরকার ও সাজ্জাদ হোসেন বিভিন্ন দাবিনামা পেশ করে। এতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য শিশুবান্ধব আশ্রয় কেন্দ্র তৈরি, খাবার পানি, সেচের পানির নিশ্চয়তা, দুর্যোগে শিক্ষা ও বিনোদন অবকাঠামো ক্ষতি হয় ফলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বন্যাদুর্গত শিশুদের সুরক্ষায় সরকারি-বেসরকারি পদক্ষেপ, লবণাক্ততা থেকে জীবন-জীবিকা রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়।

জেজেএসের চেয়ারপারসন জাকিয়া আক্তার হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন নির্বাহী পরিচালক এ টি এম জাকির হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. আতিকুল ইসলাম, প্রফেসর ড. নাজমুস সাদাত, প্রফেসর ড. দিলীপ কুমার দত্ত, কুয়েটের প্রফেসর ড. মোস্তফা সারোয়ার, সাংবাদিক এস এম জাহিদ হোসেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর