সোমবার, ২২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

পুলিশের ওপর হামলা ১৫ জন কারাগারে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সদ্য অনুষ্ঠিত নারায়ণগঞ্জের বন্দরের ধামগড় ইউনিয়নে ভোট কেন্দ্রে রাতে নৌকায় সিল মারার গুজব ছড়িয়ে পুলিশের ওপর হামলার মামলায় আটক ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল তাদের সাত দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে ডিবি পুলিশ। আদালত পরবর্তীতে রিমান্ড শুনানির সময় ধার্য করে তাদের কারাগারে পাঠায়। তারা হলেন- কবির হোসেন (৩০), মমিনুল (৩৫), হানিফ (৩৮), আমির (৩৫), তুহিন (২১) জুয়েল (২৮), মমিনুল (৩০), জুয়েল মিয়া (২৮), তুহিন (২১), আমির হোসেন (৩৫), মো. হানিফ (৩৫), কবির হোসেন (৩০), মো. দ্বীন ইসলাম (৫২), জাকির হোসেন (৪২) ও মো. সোহেল মিয়া (৩৪)। তারা সবাই বন্দর জাঙ্গাল এলাকার বাসিন্দা। জানা গেছে, স্বতন্ত্র চেয়ারম্যান বিজয়ী কামাল হোসেন ও তার বড় ভাই আজিজুল হকের নেতৃত্বে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণের আগের দিন গত ১০ নভেম্বর রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকায় পুলিশের ওপর এ হামলার ঘটনা ঘটে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর