সোমবার, ২২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

শেয়ারবাজারে সূচক পতনেও বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম কার্যদিবসে পতনে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থান হয়েছে। উভয়  শেয়ারবাজারের কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের  শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে বেড়েছে।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬.১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে সাত হাজার ৮৫ পয়েন্টে। ডিএসইতে এক হাজার ৭৮৫  কোটি ৮২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩২৪ কোটি ৭৯ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৪৬১  কোটি ৩ লাখ টাকার। ডিএসইতে ৩৫৯টি প্রতিষ্ঠানের  শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৪টির, কমেছে ২৩০টির এবং ১৫টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ার দর দিনশেষে ৭০ পয়সা বেড়ে ১৭৫ টাকা ৬০ পয়সা হয়েছে। লেনদেনের দ্বিতীয় অবস্থানে ছিল আইএফআইসি ব্যাংক এবং তৃতীয় ওয়ান ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯.৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৭৪২.৮৯ পয়েন্টে। সিএসইতে ২৭৮টি প্রতিষ্ঠান  লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৩টির দও বেড়েছে, কমেছে ১৭৩টির আর ১২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর