সোমবার, ২২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

অর্থ পাচার মামলায় বিচার শুরু লোকমান-আরমানসহ ৯ জনের

আদালত প্রতিবেদক

অর্থ পাচার আইনে রাজধানীর মতিঝিল থানার মামলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া ও এনামুল হক আরমানসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলাম অব্যাহতির আবেদন খারিজ করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।  একইসঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৫ ডিসেম্বর দিন ধার্য করে আদালত। সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মাহবুবুল হাসান বিষয়টি জানিয়েছেন। এ মামলার অন্য আসামিরা হলেন- একেএম মমিনুল হক সাঈদ, আবুল কাসেম, তানভীর আহমেদ, মো. সালাউদ্দিন, মো. আসাদ শাহ চৌধুরী, আওলাদ হোসেন ও জামাল উদ্দিন।

২০১৯ সালের ১৯ নভেম্বর আসামিদের  বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় মামলাটি দায়ের করে সিআইডি। এরপর তদন্ত শেষে নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করে সিআইডি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর