সোমবার, ২২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

পুলিশ সদস্যদের সতর্ক থাকতে বললেন ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, আমরা কাজ করি মানুষের নিরাপত্তার জন্য, শান্তির জন্য। শীতকাল তথা ডিসেম্বর-জানুয়ারি মাসে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যায়, বেড়ে যায় টানা পার্টির দৌরাত্ম্য। এ জন্য আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে, চোখ-কান খোলা রাখতে হবে। গতকাল ডিএমপি হেডকোয়ার্টার্সে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এ মাসেই উদযাপিত হবে মুজিব শতবর্ষ। এ জন্য ডিএমপির কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সব উপ-কমিশনার (ডিসি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। টিম ডিএমপি অপরাজেয়, এ বিশ্বাস যেন সবার থাকে’।

এর আগে ডিএমপির অক্টোবর মাসে অস্ত্র, মাদক, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর