বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

কুরিয়ারে পাচার হয় মাদকের ভয়ংকর চালান

খুলনায় টার্গেট শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় কুরিয়ারের মাধ্যমে পাচার হচ্ছে ভয়ানক মাদকের চালান। গত দুই দিনে ডিওবি (ডাইমেথ অক্সি ব্রোমোঅ্যামফেটামাইন) নামের মাদকের চালান আটক হওয়ার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। জানা যায়, মাদক পাচারকারীরা নিষিদ্ধ ওয়েবসাইটে অর্ডার দিয়ে পোল্যান্ড থেকে এ মাদক সংগ্রহ করছে।

এরই মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা, খুলনার টিম মাদক পাচারে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে-নগরীর মুজগুন্নি এলাকার আসিফ আহম্মেদ শুভ (৩১), অর্ণব কুমার শর্মা (৩০) ও বয়রাস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ম্যানেজার মো. মামুনুর রশিদ। এদের কাছ থেকে ১০ পিস এলএসডি ও ৯০ পিস ডিওবি মাদক উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের মূল্য আনুমানিক ১০ লাখ টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা বলছেন, নিষিদ্ধ ওয়েবসাইট থেকে মাদকের অর্ডার দেওয়া হয়েছে। খুলনা থেকে কুরিয়ারের মাধ্যমে ঢাকায় যাওয়া মাদক চালান আটকের পর খুলনায় অভিযান চালানো হয়। গত ২২ ও ২৩ নভেম্বর খুলনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে নতুন ধরনের এই মাদক তারা বিক্রি করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক (ঢাকা মেট্রো) মো. রাশেদুজ্জামান বলেন, ডিওবি তালিকাভুক্ত ‘ক’ শ্রেণির মাদক। এটা দেখতে অনেকটা এলএসডির মতো। ডিওবি সেবন করে নেশাগ্রস্ত ব্যক্তির ‘রেভ্যুলেশনারি’ (বিপ্লবী) চিন্তাভাবনা জাগ্রত হয়, এর মাধ্যমে সে পৃথিবীতে পরিবর্তন আনতে চায়। গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে ঢাকায় মামলা হয়েছে। জানা যায়, গ্রেফতার হওয়া আসিফ আহম্মেদ পেশায় ওয়েব ডিজাইনার। ডার্কওয়েব নামে ওয়েবসাইট থেকে সে মাদকের অর্ডার দিত। কুরিয়ারের মাধ্যমে খুলনায় মাদক আনার পর সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে সরবরাহ করত। ঢাকায়ও মাদকের একটি চালান পাঠিয়েছে।

এ চোরাচালানে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর