বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বরিশালে শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় খালাসের বিরুদ্ধে আপিল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের গৌরনদীতে ২০০৪ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় নিম্ন আদালতের দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের ফৌজদারি শাখার অনুমোদন সাপেক্ষে গত মঙ্গলবার সকালে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে এ আপিল দাখিল করেন পাবলিক প্রসিকিউটর এ কে এম জাহাঙ্গীর। জেলা জজ আদালত আপিল আবেদনটি গ্রহণ করে আগামী ৩০ নভেম্বর ধার্য তারিখে আসামিদের হাজির হওয়ার জন্য সমন জারির নির্দেশ দিয়েছে। নিম্ন আদালতের রায়ে শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় ন্যায়বিচার না পাওয়ায় জেলা জজ আদালতে ন্যায়বিচার পাওয়ার আশা করছেন আওয়ামী লীগের আইনজীবীরা। আপিলের বিবরণীতে বলা হয়েছে, তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার বরিশাল সফর উপলক্ষে ২০০৪ সালের পয়লা এপ্রিল জেলার গৌরনদীতে একটি মঞ্চ তৈরি করে স্থানীয় আওয়ামী লীগ। স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ওই মঞ্চে হামলা চালিয়ে নুরুল হক নামে একজনকে কুপিয়ে-পিটিয়ে আহত করে। পরদিন ২ এপ্রিল সকালে আওয়ামী লীগের মিছিলে হামলা চালিয়ে উপজেলা আওয়ামী লীগের তৎকালীন আহ্বায়ক কালিয়া দমন গুহকে মারধর করে। ওই দিন সাড়ে ১২টার দিকে শেখ হাসিনার গাড়িবহর গৌরনদীতে পৌঁছলে বিএনপি নেতা-কর্মীরা তার গাড়িবহরে হামলা চালায়।   

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর