বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ঢাবির ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯০ ভাগই ফেল

মানবিকে প্রথম মাদরাসা ছাত্র রাফিদ হাসান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ফেল করেছে ৯০ ভাগের বেশি পরীক্ষার্থী। অর্থাৎ পাসের হার ৯.৮৭ শতাংশ। এ বছর ‘ঘ’ ইউনিটের ১ হাজার ৫৭০ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৮১ হাজার ৭ জন। তাদের মধ্যে তিন শাখা মিলিয়ে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৯৯৪ জন। গতকাল ফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। এ সময় ‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী সাদেকা হালিম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সামাজিক বিজ্ঞান অনুষদের আওতাধীন ‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষায় একটি সম্মিলিত ইউনিট। এতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক তিন শাখা থেকে উচ্চ মাধ্যমিক পাস করা শিক্ষার্থীরাই অংশ নিতে পারেন। ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলে বিজ্ঞান শাখা থেকে ৬ হাজার ৭১ জন, ব্যবসায় শিক্ষা থেকে ১ হাজার ৪৮৯ জন আর মানবিক শাখা থেকে ৪৩৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এই ইউনিট থেকে বিজ্ঞান শাখা থেকে ১ হাজার ১১৭ জন, মানবিক শাখা থেকে ৪০০ জন ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৫৩ জন ভর্তির সুযোগ পাবেন। গত ২৩ অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা।

শীর্ষস্থানে যারা : এবার বিজ্ঞান শাখা থেকে প্রথম হয়েছেন ঢাকা কলেজের ছাত্র নূর-এ-আলম শাফি। তার প্রাপ্ত মোট নম্বর ১০০.৭৫, এর মধ্যে মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে পেয়েছেন ৮০.৭৫। ব্যবসায় শিক্ষা শাখা থেকে প্রথম হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের ছাত্র মো. ইমন হোসাইন। তার মোট নম্বর ১০৩, মূল পরীক্ষায় পেয়েছেন ৮৩। মানবিক শাখা থেকে প্রথম হয়েছেন ঢাকার দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার ছাত্র রাফিদ হাসান সাফওয়ান। তার মোট নম্বর ১০৫.৫০। তিনি মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে পেয়েছেন ৮৫.৫০।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর