বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

নৌকার জয় নিশ্চিতে আওয়ামী লীগের ১১ বিদ্রোহী বহিষ্কার

তৃতীয় ধাপের ইউপি নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

তৃতীয় ধাপে সিলেটের তিন উপজেলার ১৬ ইউনিয়নে অনুষ্ঠিত হবে নির্বাচন। দ্বিতীয় ধাপের নির্বাচনে বিদ্রোহীদের কারণে বেশির ভাগ ইউনিয়নে পরাজিত হন আওয়ামী লীগের দলীয় প্রার্থীরা। আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে এবার দল থেকে বহিষ্কার করা হয়েছে ১১ বিদ্রোহী প্রার্থীকে। বিদ্রোহীদের বহিষ্কারের পাশাপাশি তৃণমূলের নেতা-কর্মীদের জন্যও কঠোর বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। দলীয় প্রার্থীর বিপক্ষে গিয়ে কোনো নেতা-কর্মী কাজ করলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দলের নেতারা। গত মঙ্গলবার রাতে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১১ জন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কারের কথা জানানো হয়।

 এর মধ্যে দক্ষিণ সুরমার ৬ জন, গোয়াইনঘাটের ৪ জন ও দক্ষিণ সুরমার ১ জন রয়েছেন।

বহিষ্কৃতরা হলেন- দক্ষিণ সুরমার জালালপুরের মোহাম্মদ নেছারুল হক বুস্তান, মোগলাবাজারের ফখরুল ইসলাম সাইস্তা ও শামিনুল হক শেবুল, সিলামের মুজিবুর রহমান, দাউদপুরের নুরুল ইসলাম আলম। গোয়াইনঘাট উপজেলার ফতেহপুরের আমিনুর রহমান চৌধুরী, ডৌবাড়ির এম নিজাম উদ্দিন, নন্দীরগাঁওয়ের সিরাজুল ইসলাম ও লেঙ্গুড়ার গোলাম কিবরিয়া রাসেল। এ ছাড়া জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী আমিনুর রশিদকে বহিষ্কার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর