শিরোনাম
শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ক্যাম্পাসে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা জোরদারের আহ্বান ঢাবি উপাচার্যের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ক্যাম্পাসে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা জোরদারের আহ্বান ঢাবি উপাচার্যের

ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সংরক্ষণ এবং গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ চর্চার সংস্কৃতি জোরদার করার জন্য ছাত্র সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। গতকাল অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে পরিবেশ পরিষদের এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করতে এ সভার আয়োজন করা হয়। সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের ক্ষেত্রে সবার সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন। গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধ চর্চার ক্ষেত্রে ছাত্র সংগঠনগুলো সম্মিলিত প্রয়াস চালাবে বলে তিনি আশা প্রকাশ করেন। ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা এক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারসহ ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্রফ্রন্ট, ছাত্র মৈত্রীসহ পরিবেশ পরিষদের সদস্যভুক্ত ছাত্র সংগঠনগুলোর নেতারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর