শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

‘রাজা এবং অন্যান্য’ মঞ্চস্থ

সাংস্কৃতিক প্রতিবেদক

‘রাজা এবং অন্যান্য’ মঞ্চস্থ

‘রাজা এবং অন্যান্য’ নাটকের একটি দৃশ্য -বাংলাদেশ প্রতিদিন

রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় নাটকের দল প্রাচ্যনাট মঞ্চায়ন করল দলটির দর্শকনন্দিত নাটক ‘রাজা এবং অন্যান্য’। প্রায় তিন বছর পর মঞ্চায়ন  হলো নাটকটি। গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। এটি ছিল নাটকটির ৪৩তম মঞ্চায়ন। আজ শুক্রবার একই সময়ে একই মিলনায়তনে মঞ্চায়ন হবে নাটকটির ৪৪তম প্রদর্শনী। আজাদ আবুল কালাম নির্দেশিত নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাহুল আনন্দ, রিজভী, তৌহিদুল ইসলাম, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী, তপন মজুমদার, সানজিদা প্রীতি, আজাদ আবুল কালাম, বাকার বকুল, সাইফুল ইসলাম জার্নাল, রিপন, কলি, রফিক, স্বর্ণা, শ্বেতা, জেম প্রমুখ।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে জাদুঘরে আলোচনা ও প্রদর্শনী : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বক্তৃতা ও শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে জাতীয় জাদুঘর। গতকাল জাদুঘরে অনুষ্ঠিত হয় ‘জাতির পিতা বঙ্গবন্ধু : জাতি নির্মাণ ও রাষ্ট্র’ শীর্ষক বিশেষজ্ঞ বক্তৃতা ও সেমিনার। এরপর জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শুরু হয় ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ বিষয়ক শিল্পকর্ম প্রদর্শনী। এতে মূল বক্তা ছিলেন সাবেক তথ্য কমিশনার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের প্রফেসর ড. খুরশীদা বেগম। অনলাইনে যুক্ত ছিলেন এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের সভাপতি এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক মাহফুজা খানম। সভাপতিত্ব করেন বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। আলোচনা শেষে অতিথিদের সঙ্গে নিয়ে নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে বিশেষ প্রদর্শনীটি উদ্বোধন করেন অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ‘বঙ্গবন্ধু’ বিষয়ক ১৭টি চিত্রকর্ম ও ২৬ জন শিল্পীর ‘মুক্তিযুদ্ধ’ বিষয়ক ৫৫টি চিত্রকর্ম ও ভাস্কর্যসহ মোট ৭২টি শিল্পকর্ম দিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর