শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সাত মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

টানা বড় দরপতনের সঙ্গে লেনদেন খরা দেখা দিয়েছে দেশের শেয়ারবাজারে। সপ্তাহের শেষদিনে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) হাজার কোটি টাকার নিচে নেমেছে লেনদেন। সেই সঙ্গে বড় পতন হয়েছে সবকটি সূচকের। দিন শেষে সূচক কমেছে ৬৫ পয়েন্ট। সপ্তাহের পাঁচ দিনের লেনদেনে ডিএসইতে সূচক কমেছে ২৪০ পয়েন্ট। লেনদেনের শুরুতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট বাড়লেও ১০ মিনিটের মাথায় ২৪ পয়েন্ট পড়ে যায়। এরপর সূচক আবার কিছুটা ঊর্ধ্বমুখী হয়। কিন্তু এ সূচকের ঊর্ধ্বমুখী ধারা বেশি সময় স্থায়ী থাকেনি। বেলা ১১টার পর একের পর এক প্রতিষ্ঠানের দরপতন হতে থাকে। যা অব্যাহত থাকে শেষ পর্যন্ত। দিন শেষে ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬৫ পয়েন্ট কমে ৬ হাজার ৮২৫ পয়েন্টে নেমে গেছে। লেনদেনে অংশ নেওয়া ৮৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর