শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

যুক্তরাষ্ট্র সম্ভবত দুর্বল গণতন্ত্রের দেশগুলোকে আমন্ত্রণ জানিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র সম্ভবত দুর্বল গণতন্ত্রের দেশগুলোকে আমন্ত্রণ জানিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র গণতন্ত্র সম্মেলনের প্রথম পর্বে সম্ভবত দুর্বল গণতন্ত্রের দেশগুলোকে আমন্ত্রণ জানিয়েছে ও সে কারণে বাংলাদেশ আমন্ত্রণ পায়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী সিনেট ভবনে ‘বাংলাদেশের প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তন ও শান্তি’ শীর্ষক এক আলোচনার পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ৯ ও ১০ ডিসেম্বর গণতন্ত্র নিয়ে এক বৈশ্বিক শীর্ষ সম্মেলন আয়োজন করেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের তথ্য অনুযায়ী, ভার্চুয়ালি আয়োজিত ওই সম্মেলনে আমন্ত্রণ জানানো ১১০টি দেশের মধ্যে বাংলাদেশের নাম নেই। বাংলাদেশ আমন্ত্রণ না পেলেও দক্ষিণ এশিয়া থেকে ভারত, পাকিস্তান, নেপাল ও ভুটানকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে জানতে চাইলে এ কে আবদুল মোমেন বলেন, কয়েক বছর ধরে বাংলাদেশে স্থিতিশীল গণতন্ত্র বিরাজ করছে। এটি অত্যন্ত স্বচ্ছ গণতন্ত্র। জনগণ সুষ্ঠু ও মুক্তভাবে ভোট দিতে পারছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর