শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

খিলক্ষেতে শহিদুল হত্যা তিনজনের যাবজ্জীবন

আদালত প্রতিবেদক

রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ ফাতিমা ইমরোজ ক্ষণিকা এই রায় ঘোষণা করেন। পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ড দেওয়া হয়। সহকারী পাবলিক প্রসিকিউটর দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- এস এম হিরন খান, আমির হোসেন ও জাকির হোসেন। এদিন তিন আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর আদালত তাদের উপস্থিতিতে রায় ঘোষণা করে। রায় ঘোষণা শেষে তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। ২০১০ সালের ৩ জুন রাজধানীর খিলক্ষেত এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে শহিদুল ইসলামকে হত্যা করেন আসামিরা।

এ ঘটনায় খিলক্ষেত থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলাটি তদন্ত করে খিলক্ষেত থানা পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর