শনিবার, ২৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

শিক্ষার্থীদের সব দাবি মেনে নেয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ, শিক্ষার সর্বস্তরে ১০০ নম্বর ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা, ছাত্রদের হাফ ভাড়াসহ সব ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে মাদরাসা ছাত্রদের একক প্রতিনিধিত্বশীল সংগঠন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া। তালাবার ৯৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি মুহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সহসভাপতি শাহ্ মুহাম্মদ নাজিউল্লাহর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া। বক্তব্য দেন মাওলানা মুহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম, মাওলানা সুরুজুজ্জামান, মাওলানা কাজী সাইফুদ্দীন, অধ্যক্ষ শওকাত হোসেন, মাওলানা ফারুক আহমদ, মাওলানা আবু বকর সিদ্দিক প্রমুখ। বক্তারা আরও বলেন, যে উদ্দেশ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন করা হয়েছিল তা আজও বিশ্ববিদ্যালয় দুটিতে সম্পূর্ণ অনুপস্থিত। বিশ্ববিদ্যালয়ের নামফলকে ইসলাম কথাটা থাকলেও কার্যক্ষেত্রে ইসলাম সুদূরপরাহত।

সর্বশেষ খবর