শনিবার, ২৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

অধ্যাপক রফিকুল ইসলাম গুরুতর অসুস্থ

নিজস্ব প্রতিবেদক

অধ্যাপক রফিকুল ইসলাম গুরুতর অসুস্থ

জাতীয় অধ্যাপক ও বাংলা একাডেমির সভাপতি রফিকুল ইসলাম গুরুতর অসুস্থ। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রফিকুল ইসলামকে ‘ভেন্টিলেশনে’ নেওয়া হয়েছে। অন্যান্য সমস্যার পাশাপাশি তীব্র শ্বাসকষ্টে ভুগছেন তিনি। ৮৭ বছর বয়সী অধ্যাপক রফিকুল  ইসলাম পেটে ব্যথা নিয়ে গত ৭ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ফুসফুসে পানি জমার বিষয়টি ধরা পড়ে। তখন থেকে বিএসএমএমইউর বক্ষব্যাধি (রেসপিরেটরি মেডিসিন) বিভাগের অধ্যাপক এ কে এম মোশাররফ হোসেনের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা  চলছিল। এর মধ্যে গত সোমবার তাকে বিএসএমএমইউ থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর তাঁর শ্বাসকষ্ট শুরু হয়।

অধ্যাপক রফিকুল ইসলামের ছেলে বর্ষণ ইসলাম গতরাতে গণমাধ্যমকে বলেন, ‘নিউমোনিয়ার কারণে আব্বা দুই দিন ধরে তীব্র শ্বাসকষ্টে ভুগছেন। নিউমোনিয়া কাটানোর জন্য গতকাল সকালে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। শ্বাসকষ্টে নিস্তেজ হয়ে পড়ায় তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হলো। এখন তিনি ঘুমাচ্ছেন। নিউমোনিয়ার জন্য তাঁকে একটি অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। এর জন্য পাঁচ-ছয় দিন সময় লাগে। এটা যদি কাজ করে এবং ফুসফুস যদি পরিষ্কার হয়, তাহলে তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারবেন। অ্যান্টিবোয়োটিকের ডোজের আরও তিন দিন বাকি।’ বাবার সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন বর্ষণ ইসলাম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর