রবিবার, ২৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

খুলনায় বড় শোডাউন করতে চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় বিএনপির সমাবেশে পুলিশের লাঠিচার্জে সিনিয়র নেতৃবৃন্দ আহত হওয়ার ঘটনায় তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিএনপির সব স্তরের নেতা-কর্মী এখন রাজপথে সর্বোচ্চ সাংগঠনিক শক্তি দেখাতে মুখিয়ে আছেন। এ অবস্থায় ৩০ নভেম্বর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে খুলনায় বিভাগীয় সদরের সমাবেশে শোডাউনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। এদিকে সমাবেশের জন্য হাদিস পার্ক মাঠ বরাদ্দ ও পুলিশের লাঠিচার্জ ইস্যু নিয়ে মহানগর আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ দুই নেতার মধ্যে মুঠোফোনে কথা হয়েছে। মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেককে মুঠোফোনে পুলিশের কর্মকান্ড নিয়ে অভিযোগ করেছেন বিএনপি মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। জানা যায়, ২২ নভেম্বর সকালে খুলনায় বিএনপির সমাবেশ কর্মসূচিতে লাঠিচার্জ করে পুলিশ। এরপর সারা দিন দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিএনপি নেতা-কর্মীদের। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় লাঠিচার্জে মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ কমপক্ষে ২৫ নেতা-কর্মী আহত হয়। সমাবেশস্থল থেকে গ্রেফতার করা হয় সাতজনকে। পরে রাতে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ দেড় শ নেতা-কর্মীর বিরুদ্ধে খুলনা থানায় মামলা করা হয়। নজরুল ইসলাম মঞ্জু পুলিশকে নিবৃত্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘এই বাহাদুরী বন্ধ করুন। কাকে খুশি করতে চান। যাদের খুশি করে এখানে পোস্টিংয়ে এসেছেন তারা আমাদের কাছে রাজনৈতিক শিশু। আমরা রাজনৈতিক শিশুদের সঙ্গে লড়াই করতে চাই না। খুলনা আওয়ামী লীগকে আমরা রাজনৈতিক প্রতিপক্ষ মনে করি এবং তাদের আমরা ময়দানে চাই।’ এদিকে খুলনায় সিনিয়র নেতাদের ওপর লাঠিচার্জের ঘটনায় বিএনপির সাংগঠনিক শক্তি চ্যালেঞ্জের মুখে পড়েছে। ফলে বড় শোডাউনের মধ্য দিয়ে পাল্টা জবাব দিতে সর্বোচ্চ সাংগঠনিক শক্তি কাজে লাগাতে পরিকল্পনা নেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর