রবিবার, ২৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ঘাতকরূপে আত্মার আত্মীয়রা

পারিবারিক সহিংসতায় ঘটছে একের পর এক খুন

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

চট্টগ্রামে আপনজনদের রক্তে রঞ্জিত হচ্ছে আপনজনের হাত। পরম আত্মীয়রাই রূপ নিচ্ছেন ঘাতকে। কখনো ছেলের হাতে বাবা, কখনো বাবার হাতে ছেলে কিংবা ভাইয়ের হাতে ভাই হচ্ছেন খুন। সম্পত্তি নিয়ে বিরোধ কিংবা সন্দেহের বশেও হচ্ছে একের পর এক খুন। এসব পারিবারিক সহিংসতার জন্য অপরাধবিজ্ঞানীরা মাদকের হ্যালোসিনেশন ও অর্থনৈতিক বিরোধকে দায়ী করেছেন। অপরাধবিজ্ঞানী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরীর মতে, ‘অর্থনৈতিক বিরোধ, মাদকের হ্যালোসিনেশন এবং সামাজিক অবক্ষয়ের কারণে পারিবারিক সহিংসতা বাড়ছে। সরকার চাইলেও পরিবারিক সহিংসতা এককভাবে রোধ করতে পারবে না। সামাজিক ও পারিবারিক সচেতনতা এবং আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে পারিবারিক সহিংসতা নিয়ন্ত্রণে আনা সম্ভব।’ চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার আরাফাতুল ইসলাম বলেন, ‘সচেতনতার মাধ্যমে পারিবারিক সহিংসতা নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই পারিবারিক সহিংসতা রোধে সচেতনতা বাড়াতে প্রত্যেক থানা পুলিশ কাজ করছে।’ চট্টগ্রামে গাণিতিক হারে বাড়ছে পারিবারিক সহিংসতায় খুনের ঘটনা। সম্পত্তি-সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইয়ের হাতে ভাই, ছেলের হাতে বাবা-মা হচ্ছেন খুন। কখনো কখনো পরকীয়ার সন্দেহে স্বামী খুন করছেন স্ত্রীকে। নেশা করতে বাধা কিংবা পরিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম নগর ও জেলায় ঘটছে একের পর এক খুন। ফলে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে পারিবারিক অপরাধের লাশের সারি।

শুক্রবার বিকালে জেলার হাটহাজারী উপজেলার মির্জাপুর এলাকায় মাকে মারধর করায় বাবা শাহ আলমকে কুপিয়ে হত্যা করেন জাহেদুল আলম। ২১ নভেম্বর নগরের কোতোয়ালি থানাধীন পাথরঘাটা এলাকায় নেশা করতে বাধা দেওয়ার জের ধরে ছেলে নয়ন দাশের হাতে খুন হন সিটি করপোরেশনের সেবক বালাম দাশ। ১৪ অক্টোবর মিরসরাই উপজেলার জোরারগঞ্জে বসতভিটার কিছু অংশ ভাইকে লিখে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে মা-বাবা ও ভাইকে খুন করেন ছাদেক হোসেন নামে এক যুবক। ২২ জুলাই নগরের হালিশহর এলাকায় অন্য পুরুষের সঙ্গে স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে এমন সন্দেহে রেহেনা বেগম নামে এক নারীকে ছুরিকাঘাত করে খুন করেন স্বামী জাহাঙ্গীর হোসেন। ১৬ জুলাই নগরীর ইপিজেড এলাকায় মাহবুবা মেহের নামে এক গৃহবধূকে হত্যা করেন স্বামী এস এম গোফরান। ৩০ এপ্রিল নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা এলাকায় সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে খুন হন মো. কাউসার নামে এক ব্যক্তি। ১১ মার্চ নগরীর আকবর শাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী রিমা বেগমকে হত্যা করে তাজুল ইসলাম। ৩০ জানুয়ারি নগরীর খুলশী থানাধীন বাটালী হিল এলাকায় স্বামী-সতিন মিলে গলাটিপে হত্যা করেন গৃহবধূ ফারজানা আকতার বুলুকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর