রবিবার, ২৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
ঢাবির শতবর্ষ

সম্পাদকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

শতবর্ষ উদযাপনকে সামনে রেখে সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও বার্তাপ্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। গতকাল বিকালে উপাচার্যের বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী, অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, নিউএজ সম্পাদক নুরুল কবির, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ডিবিসির এডিটর ইন চিফ মনজুরুল ইসলাম এবং এটিএন নিউজের বার্তাপ্রধান মুন্নী সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।  সভায় উপাচার্য সম্পাদকদের উদ্দেশে শতবর্ষ উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। তিনি জানান, পয়লা ডিসেম্বর অনুষ্ঠিতব্য এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবদুল হামিদ শতবর্ষ উদ্যাপনের নানাবিধ আয়োজনের উদ্বোধন ঘোষণা করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এর আগে এ বছরের ২১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি আন্তর্জাতিক ওয়েবিনার উদ্বোধনের মাধ্যমে আমাদের শতবর্ষের যাত্রার উদ্বোধন করেছিলেন। উপাচার্য পয়লা ডিসেম্বরের অনুষ্ঠানে সম্পাদকদের নিমন্ত্রণ জানান। উপাচার্য বলেন, আপনাদের প্রত্যাশা অনুযায়ী যাতে এই বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে পারি, সে জন্য আপনাদের পরামর্শ, অভিমত আমরা প্রত্যাশা করব। সেটি আপনাদের লেখনীসহ যে কোনো মাধ্যমে হতে পারে। যা আমাদের বিশ্ববিদ্যালয়কে পরবর্তী ১০০ বছরের জন্য প্রস্তুত করতে সাহায্য করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর