রবিবার, ২৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

শুধু অর্থ বরাদ্দ দিয়ে উন্নয়ন নয় : স্থানীয় সরকার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সব সংস্থাকে নিয়ে সমন্বয় করে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)কে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। গতকাল সকালে নগরীর মাইজপাড়ায় চসিকের বহদ্দারহাট বারইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন প্রকল্প কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, চট্টগ্রাম দেশের গেটওয়ে। এ কথা অনুধাবন করতে হবে। না  হলে উন্নয়ন ব্যাহত হবে। শুধু অর্থ বরাদ্দ দিয়ে উন্নয়ন নয়। উন্নয়ন বলতে কতটা সুশাসন কায়েম করতে পারছেন, কাউন্সিলররা কতটা এলাকা পরিষ্কার রাখতে পারছেন, জনসম্পৃক্ততা বাড়াতে পারছেন তার ওপর উন্নয়ন নির্ভর করছে। চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। মেয়র বলেন, প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিয়েছেন। চট্টগ্রামের মানুষকে এক কোমর পানি থেকে বাঁচাতে এ খালের প্রয়োজন আছে। জলাবদ্ধতার কারণে অবর্ণনীয় কষ্ট পাচ্ছি।

এ খালের কাজ শেষ হলে আর কষ্ট পাব না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর