রবিবার, ২৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বিএনপি খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আন্দোলন করতে চায় : হানিফ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি এখন বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আন্দোলন করতে চায়। গতকাল সকালে রাজধানীর উত্তরার আজমপুর রবীন্দ্র সরণিতে ঢাকা মহানগর উত্তর ১ নম্বর ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন আহমেদ খোকার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন লাভলুর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা-১৮ আসনের এমপি হাবিব হাসান, মতিউর রহমান মতি, দফতর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পী, শিল্প ও বাণিজ্য সম্পাদক খসরু চৌধুরী, সহ-দফতর সম্পাদক আবদুল আওয়াল শেখ ও ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফছার উদ্দিন খান প্রমুখ। হানিফ বলেন, উন্নয়নের ফিরিস্তি দেখে বিএনপি এখন বেগম জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি শুরু করেছে। তিনি প্রধানমন্ত্রী ছিলেন, বিএনপি চেয়ারপারসন ছিলেন ঠিক আছে, তিনি আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত কয়েদি এটা আগে মানতে হবে।

দুর্নীতির মামলায় দ ন্ডিত কয়েদি। দেশে সংবিধান আছে, আইন আছে। কারাবিধান যা আছে সেগুলো অনুসরণ করতে হবে। বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুলের জন্য আলাদা আইনের সুযোগ নেই। আইন সবার জন্য সমান। প্রধানমন্ত্রী মানবতা দেখিয়ে কারাবিধির বাইরে গিয়ে তাকে নির্বাহী ক্ষমতায় বাসায় থাকার সুযোগ করে দিয়েছেন। জেলখানায় গৃহপরিচারিকা রাখার সুযোগ দিয়েছেন। দন্ড স্থগিত রেখে তার চিকিৎসার সুযোগ করে দিয়েছেন। পৃথিবীর কোথাও কয়েদিকে এমন সুযোগ দেওয়ার নজির নেই। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর