রবিবার, ২৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

‘ব্যাংকার সাক্ষ্য বহি বিল’ পাস

নিজস্ব প্রতিবেদক

‘ব্যাংকার সাক্ষ্য বহি বিল’ পাস

আইনে বর্ণিত কারণ ছাড়া কোনো ব্যাংক কর্মকর্তা বা কর্মচারী কোনো গ্রাহক তথ্য প্রকাশ করলে তার সর্বোচ্চ তিন বছরের জেল ও ১০ লাখ টাকা জরিমানার বিধান রেখে ‘ব্যাংকার সাক্ষ্য বহি বিল-২০২১’ পাস করেছে জাতীয় সংসদ। এতে ডিজিটাল লেনদেনের নথি ও দলিল ‘সাক্ষ্য বই’ হিসেবে অন্তর্ভুক্ত করার বিধান রাখা হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে সংসদেও ১৫তম অধিবেশনের গতকালের বৈঠকে বিলটি পাস করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর আগে বিলের ওপর আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলোর কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। বিলে বলা হয়েছে, সাব-ইন্সপেক্টর পদমর্যাদার নিচে  কোনো পুলিশ কর্মকর্তার লিখিত প্রতিবেদন ছাড়া আদালত এই আইনের অধীনে কোনো অপরাধ বিচারের জন্য গ্রহণ করবে না। বিলে তথ্য প্রকাশের অনুমোদিত ক্ষেত্র এবং আদালতের এখতিয়ার সুনির্দিষ্ট করা হয়েছে। বিলে এ আইনের অধীন অপরাধ অ-আমলযোগ্য, জামিনযোগ্য ও আদালতের সম্মতিতে আপসযোগ্য হবে বলে বিধান রাখা হয়েছে। বিলে ডিজিটাল পদ্ধতিতে যেসব রেকর্ড হবে সেগুলোও ‘সাক্ষ্য বই’ হিসেবে আইনে বিবেচিত হবে। ব্যাংকগুলোর লেজার বুক, ক্যাশ বুক, লোন ডেসপাস বুক যা আছে- সবই এর অন্তর্ভুক্ত হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর