রবিবার, ২৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের নজরুল সন্ধ্যা

সাংস্কৃতিক প্রতিবেদক

দ্রোহ, প্রেম, চেতনার কবি নজরুল। বাঙালির চিরন্তন সত্তার প্রতীকও জাতীয় কবি। বাঙালির যাপিত জীবনের পরতে পরতে মিশে আছেন দুখু মিয়া। আন্দোলন-সংগ্রাম ও নানা প্রতিকূলতায় কবির সৃষ্টি বাঙালির অনুপ্রেরণার আধার। কবির গান ও কবিতায় সাম্যের সেতুবন্ধন। কবির স্মরণে গানে গানে আয়োজনে মূর্ত হয়ে উঠেছে সেই চিত্রই। গতকাল সন্ধ্যায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সুরের মাধ্যমে কবিকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছে ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি)। এতে সংগীত পরিবেশন করেন প্রিয়াঙ্কা গোপ। অনুষ্ঠানে নজরুলের নানা সৃজনশীল কর্মকা  নিয়ে আলোচনা করেন নজরুল গবেষক এ এফ এম হায়াতুল্লাহ। এতে ‘শ্রাবণ রাতের প্রেমিক : নজরুল’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কবি শিহাব শাহরিয়ার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইজিসিসির পরিচালক ড. নীপা চৌধুরী। 

মুনীর চৌধুরী পদক পেলেন সারা যাকের ও তারিক আনাম খান : ২০২০ সালের মুনীর চৌধুরী সম্মাননা পেয়েছেন অভিনেতা-নির্দেশক সারা যাকের ও মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক পেয়েছেন দিনাজপুরের কৃতী নাট্যকার-নির্দেশক-প্রশিক্ষক সম্বিত সাহা। আর ২০২১ সালের মুনীর চৌধুরী সম্মাননা পেয়েছেন অভিনেতা-নির্দেশক তারিক আনাম খান ও একই বছরের মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক পেয়েছেন অভিনেত্রী জ্যোতি সিনহা। গতকাল শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে এক অনুষ্ঠানের মাধ্যমে এ পদক প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর