শিরোনাম
সোমবার, ২৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

রড-পাথরের চড়া দামে বিপাকে নির্মাণ খাত : এফবিসিসিআই

নিজস্ব প্রতিবেদক

দেশে রড-পাথরের চড়া দামে নির্মাণ খাত বিপাকে পড়েছে বলে মনে করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। চলমান সংকট উত্তরণে সরকারি দরপত্রে দাম সমন্বয়ের বিধান চেয়েছে এফবিসিসিআই। সংগঠনটি বলেছে- মহামারীর ধকল কাটিয়ে উঠে দেশের অর্থনীতির চাকা সচল হওয়ার সঙ্গে সঙ্গে নির্মাণ খাতেও ঘুরে দাঁড়ানোর আশা করেছিলেন এ খাতের উদ্যোক্তারা। কিন্তু নির্মাণ সামগ্রির অব্যাহত দাম বৃদ্ধিতে উল্টো বিপাকে পড়েছেন। গতকাল রাজধানীর মতিঝিলের ফেডারেশন ভবনে এফবিসিসিআই নির্মাণ খাত বিষয়ক স্ট্যান্ডিং কমিটি আয়োজিত বৈঠকে বক্তারা এ সব কথা বলেন। এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে বক্তারা বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরে বলেন- গত ৪ থেকে ৫ মাসে প্রায় ২০ থেকে ২৫ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে রড, পাথর, ইট, বালু, থাইগ্লাস, অ্যালুমিনিয়াম পণ্য, এসএস পাইপ, ইনডোর ফিটিংসসহ অন্য নির্মাণ সামগ্রীও। ফলে লোকসানে পড়তে হচ্ছে নির্মাণ খাতের উদ্যোক্তাদের।

বক্তারা আরও বলেন- সাম্প্রতিক দাম বৃদ্ধির কারণে আগে থেকে করা চুক্তির মূল্য অনুযায়ী নির্মাণ কাজ শেষ করা সম্ভব হচ্ছে না। এ ছাড়া অনেক সময়ই দরপত্র জমা দেওয়ার পর অগ্রিম কর ও ভ্যাটের হারসহ সরকারের আর্থিক নীতিতে পরিবর্তন করা হয়। এসব ক্ষেত্রে সরকারি দরপত্রে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মূল্য সমন্বয়ের বিধান বা প্রাইস ভ্যারিফিকেশন ক্লজ থাকা উচিত বলে মনে করেন এফবিসিসিআইর নির্মাণ খাত বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। নির্ধারিত সময়ের ৫৬ দিন পার হলে, দেরিতে টাকা পরিশোধের বেলায় সুদ আরোপের প্রস্তাব করেন বক্তারা। একই সঙ্গে সরকারি অবকাঠামো নির্মাণে বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণকে নিরুৎসাহিত করার তাগিদ দেন ব্যবসায়ীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর