বুধবার, ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

বিমানের ধাক্কায় কক্সবাজারে দুই গরুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ কক্সবাজার বিমানবন্দর থেকে ওড়ার সময় ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পায়। ওড়ার সময় বিমানটির পেছনের চাকার সঙ্গে দুটি গরুর ধাক্কা লাগে। এতে গরু দুটির মৃত্যু হয়। বিমানটিতে ৯৪ জন যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুটি গরু রানওয়েতে ঘোরাঘুরি করছিল। রানওয়ে থেকে বিমানের চাকা শূন্যে ওঠার দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে চাকার সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই গরু দুটি মারা যায়। এতে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৪৩৮ উড়োজাহাজটি সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকার আকাশে পৌঁছায়। অবতরণের আগে শাহজালাল বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে পাইলট উড়োজাহাজের চাকায় কারিগরি ত্রুটি থাকার কথা জানান। তখন এটিসি থেকে তাকে কিছুক্ষণ আকাশে অপেক্ষা করতে বলা হয়।

৯৪ জন যাত্রী নিয়ে প্রায় ২০ মিনিট ঢাকার আকাশে ঘুরতে থাকে যাত্রীবোঝাই উড়োজাহাজটি। এ সময়ের মধ্যে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের প্রস্তুতি সম্পন্ন করে। পরে বিমানটি নিরাপদে অবতরণ করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর