বুধবার, ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

এক দিন পরেই বড় দরপতনে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

আগের দিন সামান্য উত্থান হয় শেয়ারবাজারে। এক দিন পরেই ফের বড় দরপতন। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের বড় পতন হয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৯২ পয়েন্ট কমে ৬ হাজার ৭০৩ পয়েন্টে নেমে গেছে। তবে লেনদেন আগের দিনের চেয়ে ৪৩৮ কোটি ৬৯ লাখ টাকা বেড়েছে। ডিএসইতে টানা ছয়দিন সূচকের পতন হয়। এরপরে চলতি সপ্তাহে দ্বিতীয় দিনে রবিবার সূচক বাড়ে ২১ পয়েন্ট। আগের ছয়দিন সূচক কমেছিল ৩১৮ পয়েন্ট। গতকাল সপ্তাহের তৃতীয় দিনের লেনদেন শেষে ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৯২ পয়েন্ট কমে  গেছে। দিনভর লেনদেনে ৬৫ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৬৬টির। আর ৪০টির দাম অপরিবর্তিত থাকে। লেনদেন হয়েছে ১ হাজার ১৪৬ কোটি ৮৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৭০৮ কোটি ১৮ লাখ টাকা। বেশি লেনদেন হয়েছে ওয়ান ব্যাংকের শেয়ার। 

কোম্পানিটির ১৮৯ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার  লেনদেন হয়। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো লিমিটেডের ৯৮ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪৯  কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। দেশের অপর  শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই গতকাল কমেছে ২৬২ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৫০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নেওয়া ২৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৮৮টির এবং ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর