বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

২০ মাসে সর্বনিম্ন মৃত্যু নভেম্বরে

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২৮২, মৃত্যু ২ । সীমান্তে বাড়তি সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি এখন যে কোনো সময়ের চেয়ে স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে। চলতি বছরে সর্বনিম্ন রোগী শনাক্ত হয়েছে গেল নভেম্বরে। এ ছাড়া গত বছরের এপ্রিল থেকে গত নভেম্বর পর্যন্ত ২০ মাসে সবচেয়ে কম মৃত্যুর ঘটনা ঘটেছে গত মাসে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত মাসে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে মোট ৬ হাজার ৭৪৫ জনের দেহে, যা চলতি বছরের যে কোনো মাসের চেয়ে কম। এ বছর দ্বিতীয় সর্বনিম্ন রোগী শনাক্ত হয়েছিল গত ফেব্রুয়ারিতে ১১ হাজার ৭৭ জন। এ ছাড়া গত নভেম্বরে মোট প্রাণ হারিয়েছেন ১১৩ জন, যা গত ২০ মাসের মধ্যে সর্বনিম্ন। এর চেয়ে কম পাঁচজনের মৃত্যু হয়েছিল গত বছরের মার্চে প্রথম করোনা সংক্রমণের মাসে। অন্যদিকে গত আগস্টে এক দিনেই ২৬৪ জনের মৃত্যু দেখে দেশ। এদিকে টানা প্রায় আড়াই মাস শনাক্তের হার ৫ শতাংশের নিচে থানায় বর্তমানে হাসপাতালের শয্যার চেয়ে কমে গেছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা।  সুস্থ ও মৃত বাদে গত ১ আগস্ট দেশে চিকিৎসাধীন সক্রিয় রোগী ছিল ১ লাখ ৫০ হাজার ১৪৬ জন। চার মাসের মাথায় ১ ডিসেম্বর সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭ হাজার ২৩৫ জনে। চার মাসের ব্যবধানে সক্রিয় রোগী কমেছে ১ লাখ ৪২ হাজার ৯১১ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২৮২ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৩৮৩ জন। মারা গেছেন দুজন। এ সময়ে ১৮ হাজার ৮৫১ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ১.৫০ শতাংশ, যা গত মাসের যে কোনো দিনের চেয়ে বেশি। গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৬ হাজার ৫৬৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৪১ হাজার ৩৪৮ জন। প্রাণ হারিয়েছেন ২৭ হাজার ৯৮৩ জন।

ওমিক্রনের সংক্রমণ রোধে হিলিতে বাড়তি সতর্কতা : হিলি প্রতিনিধি জানান, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ রোধে দিনাজপুরের হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারত থেকে দেশে আসা পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও মেশিনের মাধ্যমে স্ক্রিনিংসহ আমদানিকৃত পণ্য নিয়ে আসা ট্রাকচালকদের তাপমাত্রা পরিমাপ ও ট্রাকে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি সেকেন্দার আলী জানান, ভারত যাত্রী গ্রহণ না করায় এখনো এ চেকপোস্ট দিয়ে বাংলাদেশ থেকে ভারতে যাত্রী বহিগর্মন শুরু হয়নি। অনুমোদন সাপেক্ষে শুধু ভারত থেকে পাসপোর্ট যাত্রীরা দেশে আসতে পারছেন। আখাউড়া স্থলবন্দরে হেলথ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, আগ্রাসী ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কাজ করছে হেলথ টিম। বন্দর দিয়ে আগত যাত্রীদের মাধ্যমে সামাজিক সংক্রমণ রোধে নেওয়া হয়েছে এ পদক্ষেপ। করোনা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছয় সদস্যের এ টিমটি বন্দর দিয়ে যাতায়াতকারীদের স্বাস্থ্য পরীক্ষায় কাজ করছে। বিদেশ থেকে আগতদের কোনো উপসর্গ আছে কি না তা খতিয়ে দেখার পাশাপাশি তাদের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর