বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

চসিকে ৩২ বছর পর সৌন্দর্যবর্ধন ও মার্কেট উপআইন প্রণয়ন

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) চট্টগ্রাম মিউনিসিপ্যাল করপোরেশন থেকে নাম পরিবর্তন হয় ১৯৯০ সালের ৩১ জুলাই। প্রতিষ্ঠার পর প্রায় ৩২ বছর পার হয়। কিন্তু এখনো বাণিজ্যিক স্থাপনা রক্ষা ও ব্যবস্থাপনায় স্থানীয় সরকার নির্দেশিত কোনো বিধি, প্রবিধান, উপআইন এবং সৌন্দর্যবর্ধন নীতিমালা প্রণয়ন হয়নি। তবে এবার ‘চসিক মার্কেট উপআইন’ এবং ‘চসিক সৌন্দর্যবর্ধন নীতিমালা-২০২১’ প্রণয়ন করেছে। চসিকের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সাধারণ সভায় গত মঙ্গলবার নীতিমালা দুটি অনুমোদন হয়। জানা যায়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৬০ নম্বর ধারার ১২০ এ বিধি প্রণয়ন, ধারা ১২১ প্রবিধান প্রণয়ন এবং ধারা ১২২ এ উপআইন প্রণয়নের নির্দেশনা আছে। এর পরিপ্রেক্ষিতে গত ১৭ মার্চ চসিক সচিব আইন কর্মকর্তাকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেন। কমিটিকে প্রয়োজনীয় বিধি, প্রবিধান এবং উপআইন প্রণয়নপূর্বক জরুরি ভিত্তিতে কর্তৃপক্ষ বরাবর জমা দিতে বলা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর