শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

গণমাধ্যম স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করছে : হানিফ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘পরিবর্তিত পরিস্থিতিতে গণমাধ্যম : ভূমিকা ও সংকট’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোলটেবিল আলোচনার আয়োজন করে বিবার্তা২৪ডটনেট ও জাগরণ (আইপি) টিভি। হানিফ বলেন, দেশের টিভি চ্যানেলগুলোয় টকশো, অনুষ্ঠানে আলোচকরা কোনো ধরনের সেন্সর ছাড়া সরকারের কর্মকান্ডের যথেচ্ছ সমালোচনা করেন। এ ধরনের স্বাধীন মত প্রকাশে সরকার কখনো হস্তক্ষেপ করে না। অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে ছিলেন জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। জাগরণ আইপি টিভির প্রধান সম্পাদক এফ এম শাহীনের        সঞ্চালনা ও বিবার্তা২৪ডটনেট সম্পাদক বাণী ইয়াসমিন হাসির সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. গোলাম রহমান, ডিবিসি নিউজ সম্পাদক প্রণব সাহা, ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার, নিউজ টোয়েন্টিফোর টিভির যুগ্ম বার্তা সম্পাদক ও ডব্লিউজেএনবির সমন্বয়ক আঙ্গুর নাহার মন্টি প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জনগণের ভরসার এখনো শেষ ঠিকানা গণমাধ্যম। এটা জাতির জন্য আয়নাস্বরূপ। যে আয়নায় ভেসে ওঠে জাতির প্রতিচ্ছবি। এ প্রতিচ্ছবি যারা ফুটিয়ে তোলেন তারা কেমন আছেন? প্রতিনিয়ত পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলা করে তাদের সাংবাদিকতা করতে হচ্ছে। এ অবস্থায় তাদের সুরক্ষা ও সংকট নিরসনে গণমাধ্যমের সুনির্দিষ্ট নীতিমালা হওয়া জরুরি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর