শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ইবির একাডেমিক ভবনগুলোর দুর্দশা

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইবির একাডেমিক ভবনগুলোর দুর্দশা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একাডেমিক ভবনগুলোতে ফাটল ধরেছে। বিভিন্ন ভবনের দেয়াল ফেটে গেছে। বেড়েছে আবর্জনা ও ঝোপঝাড়ও। কয়েকটি ভবনে চলমান ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কাজ চলছে কচ্ছপ গতিতে। ক্লাস-পরীক্ষার পাশাপাশি সম্প্রসারণের কাজ চলার কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বিঘিœত হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। বড় ধরনের ভূমিকম্প হলে ভবনগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরেজমিন দেখা যায়, একাডেমিক ভবন রবীন্দ্র নজরুল কলাভন, মীর মশাররফ ভবন, ড. ওয়াজেদ মিয়া পরমাণু বিজ্ঞান ভবনের আশপাশে ময়লা ও ঝোপঝাড় বেড়েছে। ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদসহ কয়েকটি ভবনের দেয়ালে গজিয়েছে বৃক্ষ। প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা এসব বৃক্ষের মধ্যে আছে বটবৃক্ষসহ নানা আগাছা। দীর্ঘদিন ধরে বেড়ে ওঠা এ বৃক্ষগুলোর কারণে দেয়ালে ফাটল ধরেছে। ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে ভবনগুলো। এ ছাড়া একাডেমিক ভবনগুলোর শৌচাগারের নোংরা পরিবেশের কারণে সমস্যায় পড়ছেন শিক্ষার্থীরা। ময়লা-দুর্গন্ধ, নিয়মিত পরিষ্কার না করার কারণে স্বাস্থ্যঝুঁকি তো আছেই। শিক্ষার্থীদের অভিযোগ, একাডেমিক ভবনগুলো নানা সমস্যায় জর্জরিত। ভবনগুলোর পাশের এলাকায় ঝোপঝাড়, ময়লা-আবর্জনা যেন দেখার কেউ নেই। ভবনের ওয়াশরুমগুলোতে বেশির ভাগ বেসিন নষ্ট।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত অনুষদ ভবনে ক্লাস করেন। তিনি বলেন, আমাদের ভবনের বেশির ভাগ বেসিন নষ্ট। ওয়াশরুম থেকে বেরিয়ে হাত পরিষ্কার করতে পারি না।

সর্বশেষ খবর