শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

চট্টগ্রাম থেকে ১০ বছর পর বরিশালে নৌযান এমভি তাজউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

দীর্ঘ ১০ বছর পর বরিশাল নদীবন্দরে নোঙর করেছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সমুদ্রগামী যাত্রীবাহী জাহাজ এমভি তাজউদ্দিন আহমেদ। আবারও নিয়মিত রুট চালুর অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে গতকাল ভোর ৫টায় বরিশাল বিআইডব্লিউটিসি ঘাটে নোঙর করে জাহাজটি। তবে পরীক্ষামূলক যাত্রায় হোঁচট খেয়েছে এটি। প্রায় পৌনে ৩০০ কিলোমিটার উপকূলীয় নৌপথ পাড়ি দিয়ে বরিশালে পৌঁছাতে ১২ ঘণ্টার স্থলে জাহাজটির সময় লেগেছে ২০ ঘণ্টা। প্রায় ১৯৭ ফুট দৈর্ঘ্য ও ৩৯.৩৬ ফুট প্রস্থ বিশিষ্ট নৌযানটিতে বিআইডব্লিউটিসি এবং বিআইডব্লিউটিএর বাণিজ্য, মেরিন ও প্রকৌশল শাখার বেশ কিছু কর্মকর্তা রয়েছেন। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নৌযানটি ৬০৬ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে যাত্রা করে। বিআইডব্লিউটিসির ডিজিএম গোপাল মজুমদার এই সার্ভিসটি নিয়মিত করতে নৌপথের নৌসংকেত নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ খবর