শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্টন এলাকা থেকে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী মেহেদী আলমকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ছাড়াও তার কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। এ সময় যুবরাজ খান নামে মেহেদীর এক সহযোগীকেও গ্রেফতার করা হয়। র‌্যাব-৩ এর এএসপি (মিডিয়া) ফারজানা হক জানান, গতকাল ভোরে মেহেদী ও যুবরাজকে গ্রেফতার করা হয়। পল্টন, মতিঝিল, শাহজাহানপুর ও তার আশপাশের এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করতেন মেহেদী। তার নামে ঢাকার বিভিন্ন থানায় অস্ত্রসহ ৫টি মামলা রয়েছে। সম্রাটের সহযোগী হিসেবে শীর্ষ সন্ত্রাসী মেহেদী পল্টন, মতিঝিল, শাহজাহানপুর এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালাতেন।

পরে অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৩ তদন্ত শুরু করে ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় পল্টন এলাকার একটি বাসা থেকে মেহেদীকে গ্রেফতার করা হয়। মেহেদী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার জন্য অবৈধ অস্ত্র ব্যবহার করে আসছিলেন। মেহেদীর নেতৃত্বে তার সহযোগীরা অস্ত্র দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় এবং সাধারণ জনগণকে নির্যাতন ও হয়রানি করতেন।

সর্বশেষ খবর