শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা এবং অর্থ আদায়ের অভিযোগে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন- তাজন হোসেন, সাইফুল ইসলাম শেখ, সাবান আলী, এস এম জাহিদুল ইসলাম ও কাজী শাহীন। গতকাল রাজধানীর দক্ষিণখান এবং কুষ্টিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মোমেন বলেন, র‌্যাব কর্মকর্তার পরিচয়ে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে তাজন, সাইফুল ও সাবানকে গ্রেফতার করে র‌্যাব-১২ এর সদস্যরা। এ সময় সাইফুলের কাছ থেকে র‌্যাবের একটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়। একই দিন আরেক অভিযানে র‌্যাব-১ এর সহায়তায় র‌্যাব-১২ ও কুষ্টিয়ার সিপিসি-১ এর একটি দল রাজধানীর দক্ষিণখান থানার আশকোনায় অবস্থিত একটি কম্পিউটার দোকানে অভিযান চালায়। সেখান থেকে র‌্যাবের ভুয়া আইডি তৈরিতে পারদর্শী জাহিদুল ও শাহীনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কম্পিউটারে থাকা র‌্যাবের ভুয়া আইডি কার্ড ও সেনাবাহিনীতে ভর্তির নিয়োগপত্র জব্দ করা হয়।

র‌্যাব কর্মকর্তা আবদুল্লাহ আল মোমেন বলেন, চাকরিপ্রত্যাশী যুবকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশে তারা ভুয়া র‌্যাব কর্মকর্তা সেজে প্রতারণা করছিল। গ্রেফতার সাইফুলের বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দুই যুবকের কাছ থেকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে ১৫ লাখ টাকা নেওয়া এবং ভুয়া নিয়োগপত্র দেওয়ার অভিযোগে মাগুরার শ্রীপুর থানায় একটি মামলা রয়েছে।

সর্বশেষ খবর