শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
সংক্ষিপ্ত

আজ বছরের শেষ সূর্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদক

বছরের শেষ সূর্যগ্রহণ হবে আজ। গ্রহণটি হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, পুরো সূর্যই ঢাকা পড়বে চাঁদে। সূর্যগ্রহণ চলবে ৪ ঘণ্টা ৮ মিনিট ধরে। আইএসপিআর জানায়, আংশিক গ্রহণ শুরু হবে সকাল ১১টা ২৯ মিনিটে। পূর্ণগ্রাস শুরু হবে বেলা ১টা ২ মিনিটে। গ্রহণ তার চূড়ান্ত পর্বে পৌঁছবে দুপুর ১টা ৩৩ মিনিটে। পূর্ণগ্রাস শেষ হবে দুপুর ২টা ৩ মিনিটে।

আজকের এ সূর্যগ্রহণ হবে অ্যান্টারকটিকার বিভিন্ন অংশে। এ মহাজাগতিক দৃশ্য দেখা যাবে দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দক্ষিণ আটলান্টিকার দেশ থেকে। বাংলাদেশ থেকে এ গ্রহণটি দেখা যাবে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর