শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

সিলেটে ছাত্রদলের ‘হঠাৎ অবস্থান’!

নিজস্ব প্রতিবেদক, সিলেট

শুক্রবার বিকাল ৩টা। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হঠাৎ করে বসে পড়েন কয়েকজন যুবক। সবার হাতে প্ল্যাকার্ড-ফেস্টুন। প্রতিটি প্ল্যাকার্ডে লেখা খালেদা জিয়ার মুক্তির দাবি। উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সুযোগ দেওয়ার দাবি। ‘হঠাৎ অবস্থান’ নাম দেওয়া এই কর্মসূচিটি পালন করেছেন সিলেট ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী। বিকাল ৩টা থেকে প্রায় এক ঘণ্টা তারা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় কয়েকজন নেতা সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন। কর্মসূচিতে অংশ নেওয়া সিলেট জেলা ছাত্রদলের সহ-দফতর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল জানান, এটা পূর্ব ঘোষিত কোনো কর্মসূচি নয়। খালেদা জিয়ার মুক্তির দাবিতে কোনো কর্মসূচি পালন করতে গেলে প্রশাসনের অনুমতিও মেলে না। আগে জানিয়ে কর্মসূচি করতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হয়। তাই তারা এই ‘হঠাৎ’ কর্মসূচি পালন করেছেন।

খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে তারা আগামীতেও নগরীর বিভিন্ন স্থানে এরকম ‘হঠাৎ অবস্থান’ কর্মসূচি পালন করবেন বলে জানান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান তারেক, সাবেক ছাত্রনেতা ইমরান আলী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মুস্তাক আহমদ, ছাত্রদল নেতা মুমিনুল ইসলাম, দুলাল আহমদ তুহিন, জাবেদ আহমদ, মুমিন, সাইদুল ইসলাম ও বাবু প্রমুখ।

সর্বশেষ খবর