শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ দাবি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা। গতকাল বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) প্রতিষ্ঠাতা মহাসম্পাদক, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরিবিধি প্রবর্তন, জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তকরণ এবং অবসর সুবিধা বাস্তবায়নের রূপকার প্রফেসর এম. শরীফুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাকশিস ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ (বিপিসি) আয়োজিত স্মরণ সভায় এ দাবি জানানো হয়েছে। রাজধানীর মিরপুরে বাকশিস কার্যালয়ে সংগঠনের সভাপতি অধ্যক্ষ ইসহাক হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিপিসি সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মাজহারুল হান্নান, শিক্ষক নেতা অধ্যক্ষ আবুল কাশেম, অধ্যাপক সিদ্দিকুর রহমান, অধ্যক্ষ মুজিবর রহমান হাওলাদার, ড. এ কে এম আবদুল্লাহ, ইলিম মোহাম্মদ নাজমুল হক, সৈয়দ মোহাম্মদ ইউসুফ সুমন, অধ্যাপক জহির উদ্দিন আজম প্রমুখ। বক্তারা বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার বিকল্প নেই উল্লেখ করে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে পর্যায়ক্রমে সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করার দাবি জানান। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর