সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ইউনেস্কোর স্বীকৃতি পেল হানাফিয়া মসজিদ

নিজস্ব প্রতিবেদক ও কেরানীগঞ্জ প্রতিনিধি

ইউনেস্কোর স্বীকৃতি পেল হানাফিয়া মসজিদ

জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সংস্থার (ইউনেস্কো) স্বীকৃতি পেয়েছে ঢাকার কেরানীগঞ্জের দোলেশ্বর গ্রামের ‘হানাফিয়া জামে মসজিদ’। মসজিদটি সংস্কার ও সংরক্ষণের জন্য স্থপতি সাঈদ মোস্তাক আহমেদ ‘দি অ্যাওয়ার্ড অব মেরিট’ পুরস্কারে ভূষিত হয়েছেন। ফিজি থেকে শুরু করে কাজাখস্তান পর্যন্ত বিভিন্ন দেশের শ্রেষ্ঠ কাজগুলোকে প্রতি বছর স্বীকৃতি দেয় ইউনেস্কো। ২০২১ সালের ইউনেস্কো এশিয়া-প্যাসিফিক অ্যাওয়ার্ডস ফর কালচারাল হেরিটেজ কনজারভেশনে ‘অ্যাওয়ার্ড অব মেরিট’ জিতে নিয়েছে মসজিদটি। সংস্থাটির এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অফিস ১ ডিসেম্বর বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। তথ্য মতে, এ বছর ছয়টি দেশের ৯টি স্থাপনাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রাচীন স্থাপত্যশৈলীর অপূর্ব নিদর্শন এবং শতাব্দীর পর শতাব্দী ধরে বহু ইতিহাস আর ঘটনার সাক্ষী মসজিদটি দারোগা আমিনউদ্দীন আহম্মদ ১৮৬৮ সালে  নির্মাণ কাজ শুরু করেছিলেন। কালের পরিক্রমায় ১৯৬৮ সালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের পিতা অধ্যাপক হামিদুর রহমান মিনারসহ মসজিদটির বর্ধিতাংশ নির্মাণ করেন। কয়েক বছর আগে মসজিদটি সংস্কার করে পুরনো রূপ দেওয়ার উদ্যোগ নেন স্থানীয় সংসদ সদস্য, বিদ্যুৎ, জ্বালানি খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, কেরানীগঞ্জবাসীর জন্য এটি অবশ্যই আনন্দের।

দেড় শ বছর আগে এ মসজিদটির সংস্কার কাজে আমাদের লক্ষ্য ছিল, পুরনোকে সঙ্গে নিয়ে নতুনের মেলবন্ধনের। আমরা মসজিদটির ঐতিহ্য রক্ষা করেই সংস্কার করেছি। মসজিদ স্থাপনের সঙ্গে মিশে আছে আমাদের পূর্বপুরুষদের ইতিহাস, ঐতিহ্য ও আবেগ-অনুভূতি। আমরা কয়েক বছর আগে এর পাশে নতুন একটি মসজিদ নির্মাণ করেছি। পুরনো মসজিদটি রেখে দিয়েছি ঐতিহ্যের স্মারক হিসেবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর